UTPAL DUTTA
অর্কিড ট্যুরস এন্ড ট্রাভেলস শুধু যে ভ্রমন করায় তা নয়, মানুষ চায় সেই ভ্রমণের সঙ্গে যেমন আরামে থাকা, ভালো খাওয়া, নিশ্চন্তে ঘোরা তেমনি তার ফাঁকে একটু বাড়তি আনন্দ।অর্কিড সব
পরিবারকে একসূত্রে গেঁথে এক বড় পরিবারে পরিনত করতে সিদ্ধহস্ত। সারাদিন বেড়িয়ে ফিরে সন্ধেবেলা চা আর পকোড়া খেতে খেতে গানে গল্পে নাচে সবাইকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা ও করে। আর ফিরে আসার আগের রাতে থাকে এই নিয়ে প্রতিযোগিতা। পুরস্কারের ব্যবস্থা ও।
সম্প্রতি আন্দামানে গিয়ে সেই অভিজ্ঞতাই হলো। এইজন্য Orchid Family কে সাধুবাদ জানাই।